আবির হোসেন ছোটন। ছবি : সংগৃহীত
ফেনীর সোনাগাজীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবির হোসেন ছোটন (২২) এক কিশোরকে চুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এতে বিভিন্ন মহলের অভিযোগ ভিত্তিতে কিশোর গ্যাংকে ধমানো যাচ্ছেনা।
রোববার (২৪ মার্চ) ইফতারের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মুতিগঞ্জ সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে। নিহত ছোটন ভাদাদিয়া গ্রামের কালা মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ মামুন নামের এক কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত স্থানীয় ছোটন, মামুন, নিলয়, আরিফসহ বেশ কিছু কিশোর জোট হয়ে এলাকায় নানা অপরাধ কার্যক্রম চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে এর আগেও সোনাগাজী থানায় মামলা রেকর্ড হয়। কিছুতেই তাদেরকে ধমানো যাচ্ছিলোনা।
তাদের মাঝে মামুন মুতিগঞ্জ সিএনসি স্টেশনে একটি দোকানে কর্মচারীর চাকুরী করেন। রোববার ইফতার শেষে ওই দোকানে গিয়ে ছোটন চিপস কিনে টাকা না দিয়ে চয়ে যেতে চায়। মামুন পূর্বের বাকী টাকাসহ সকল টাকা পরিশোধ করতে বললে দুই জনের মাঝে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে ওই স্থানে কিশোরগ্যাং সদস্য নিলয় এসে বাক বিতন্ডায় যোগ দিলে ছোটন তাকে ছড়ধাপ্পড় দেয়।
খবর পেয়ে গ্যাংয়ের অপর সদস্য আরিফুল ইসলাম হৃদয় এসে হঠাৎ ছোটনকে চুরিকাঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষণিক আশপাশের লোকজন এসে ছোটনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। হৃদয় ওই এলাকার বাবুল হোসেনের ছেলে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় পলাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দোকান কর্মচারী মামুনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলাবার্তা/এআর