ছবি : সংগৃহীত
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগেই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। শুধু বেঁচে ছিলো তাদের ছোট মেয়ে সোনিয়া আক্তার (১২)। সেও বুধবার (২৭ মার্চ) ভোরে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু বরণ করেছে।
একে একে একই পরিবারের কেউ আর বেঁচে রইলো না। পরিবারের সদস্যা হলো: বাবা-মা ও এক ভাই, ৩ বোন।
মঙ্গলবার (২৬ মার্চ) দিনভর নিবিড় পর্যবেক্ষণে ছিল সোনিয়া। চিকিৎসকরা জানিয়েছিলেন, তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। হার্টেও সমস্যা দেখা দিয়েছে। এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১০টায় স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
এর আগে মঙ্গলবার ভোরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ী গ্রামের ভাঙ্গার পাড় এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়।
নিহতরা হলেন- ফয়জুর রহমান (৫০), তার স্ত্রী শিরি বেগম (৪৫), তাদের মেয়ে সামিয়া (১৫), সোনিয়া আক্তার (১২), সাবিনা (৯) এবং ছেলে সায়েম উদ্দিন (৭)।