ছবি : সংগৃহীত
খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে ঘরের মূল্যবান মালামাল লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে গেছে বাগেরহাটের মোরেলগঞ্জে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) ভোররাত চারটার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের কেয়ারবাজার এলাকার তেল ব্যবসায়ী হালিম তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
অজ্ঞান অবস্থায় গৃহকর্তা হালিম তালুকদার (৪৮), তার স্ত্রী কোহিনুর বেগম (৪২) ও পুত্রবধূ ফারজানা বেগমকে (২৫) সকাল ৮টার দিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, অসুস্থ তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
বাংলাবার্তা/এআর