ছবি : সংগৃহীত
২২ কিশোর টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা তাদেরকে বাইসাইকেল দিয়ে পুরস্কৃত করা হয়েছে। এমন ব্যতিক্রমী ঘটনাটি ঘটেছে ফেনীর সোনাগাজীতে।
শুক্রবার (২৯ মার্চ) জুমার নামাজ শেষে কিশোরদের হাতে সাইকেল তুলে দেন মসজিদের মুসল্লি ও এলাকার গন্যমান ব্যক্তিবর্গ। সোনাগাজী উপজেলার বগাদানা জামে মসজিদ কর্তৃপক্ষ এমন নজির স্থাপন করে প্রশংসা কুড়িয়েছে।
বগাদানা জামে মসজিদ কমিটি সেক্রেটারি ডা: এম এ ইউসফ বলেন, মূলত শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহ যোগাতে এমন আয়োজন করা হয়েছে। আমরা বলেছিলাম, ১০ বছরের শিশু থেকে ১৮ বছরের কিশোররা যদি ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাহলে প্রত্যেককে একটি করে বাইসাইকেল পুরস্কার দেওয়া হবে। এ ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার শিশু-কিশোরা মসজিদে নামাজ আদায় শুরু করে। তাদের মধ্য থেকে ৪০ দিন জামাতে নামাজ পড়া যাচাই-বাছাই করে ২২ জনকে সাইকেল এবং বাকিদের নগদ টাকা পুরস্কার প্রদান করা হয়।
সাইকেল বিজয়ী মেহেদী হাসান বলেন, আমরা এমনিতেই নিয়মিত নামাজ আদায় করে থাকি। কিন্তেু সব সময় জামাতে নামাজ আদায় করা হতোনা। এলাকার মুরুব্বিরা ৪০ দিন জামাতে নামাজ পড়লে পুরস্কার দেয়ার ঘোষণায় আমরা জামাতে নামাজ পড়ার বিষয়ে সচেষ্ট হই। খুব ভালো হয়েছে; নামাজ পড়ে একটি সাইকেল পেয়েছি। এখন সাইকেল চালিয়ে নিয়মিত স্কুলে যেতে পারবো।
স্থানীয় অভিভাবকরা এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এ কার্যক্রম বাচ্চাদের নামাজের প্রতি আগ্রহী করে তুলেছে। আমরা বিষয়টি কিছু দিন ধরে লক্ষ্য করছি যে, ছেলেরা নামাজে নিয়মিত আসছে। তাদের পদচারণায় মসজিদ সব সময় মুখরিত হয়ে উঠে।
বাংলাবার্তা/এআর