ছবি : সংগৃহীত
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করে নিয়ে যাওয়ার সময় চাঁদপুরে মেঘনা নদীতে কোস্টগার্ড ৪ হাজার ২৫০ কেজি (১০৬ মণ) ইলিশ, ৩০০ কেজি জাটকা ও ৬০০ কেজি পোয়া মাছ জব্দ করেছে।
শনিবার (৩০ মার্চ) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকি এসব তথ্য জানান। শুক্রবার দিবাগত রাতে চাঁদপুর কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করেন।
এসময় মেঘনা নদীর হাইমচরের ইশানবালা থেকে ৪ হাজার ২৫০ কেজি ইলিশ, ৩০০ কেজি জাটকা, ৬০০ কেজি পোয়া মাছ ও একটি ট্রলার জব্দ করে। তবে ওই মাছের সাথে থাকা অসাধু ব্যক্তিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। যে কারণে তাদের আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে জব্দকৃত মাছগুলো সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলামের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয় এবং জব্দকৃত ট্রলারটি মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাবার্তা/এআর