ছবি : সংগৃহীত
২৪ ঘন্টা না যেতেই বান্দরবানের রুমা উপজেলার পর এবার থানচিতে আরও দুই ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে থানচির বাজার এলাকায় সোনালী এবং কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ দুপুর ১টার দিকে থানচি বাজারে ঢুকে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসী সংগঠন দুই ভাগে বিভক্ত হয়ে সোনালী এবং কৃষি ব্যাংকে হামলা চালায়। এ সময় বাজার এলাকায় ফাঁকা গুলি ছুড়লে আতঙ্কে সবাই পালাতে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা দুইটি ব্যাংক লুট করে এলোপাথারি গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন বলেন, সকালে সশস্ত্র একদল সন্ত্রাসী উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংক এ পৃথকভাবে হামলা চালায়। এ সময় ব্যাংকের কর্মকর্তা, কর্মচারীদের জিম্মি করে সেনালী ব্যাংক থেকে ১৫ লাখ এবং কৃষি ব্যাংক থেকে ২ লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
তারা ফাঁকা গুলি ছুড়ে থানচি বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়ায়। তবে এতে কারা জড়িত সে ব্যপারে কিছুই বলতে পারছি না। বর্তমানে উপজেলায় পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহলে আছে।
এ বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাবার্তা/এআর