ছবি : সংগৃহীত
রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল ৩ যাত্রীর। এ সময় আহত হয়েছে ২ জন। বুধবার (০৩ এপ্রিল) মধ্যরাতে রংপুর নগরীর মাহিগঞ্জ থানার কলোনিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাউনিয়া উপজেলার পূর্ব চাঁনপাড়া গ্রামের ফয়জুর রহমানের ছেলে শিক্ষার্থী নাহিদ (১৮), একই উপজেলার মাদরাসা শিক্ষার্থী জনু (১৫) এবং অটোচালক রবিউল ইসলাম (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী নাহিদ।
গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জনু ও অটোরিকশাচালক রবিউল।
বাংলাবার্তা/এআর