ছবি : সংগৃহীত
কালবৈশাখী ঝড়ে পটুয়াখালীর বাউফল লণ্ডভণ্ড হয়ে গেছে। এসময় বজ্রপাতে ও ঝড়ে গাছচাপায় ২ জন মারা গেছে।
রোববার (০৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এ ঝড়ের তাণ্ডব চলে প্রায় ৪০ মিনিট। ঝড়ে গাছপালা ভেঙে যাওয়ায় অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
ঝড়ে দাশপাড়া ইউনিয়নের চরালক্ষ্মী গ্রামে গাছচাপা পড়ে সাফিয়া বেগম (৯৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। নাজিরপুর ইউনিয়নের রায় তাতেরকাঠি গ্রামে বজ্রপাতে মারা যায় রাতুল (১৩) নামের নবম শ্রেণির এক ছাত্র।
কেশবপুর ইউনিয়নের মমিনপুর চরে বজ্রপাতে এক কৃষকদের দুটি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক অপু এতথ্য নিশ্চিত করেছেন।
বাংলাবার্তা/এআর