ছবি : সংগৃহীত
ঢাকায় স্থায়ীভাবে বসবাসকারী সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাজনগর, দুধপুর, লক্ষীরপাড়, মেরুয়াখলা, গোলগাঁও ও মহুরা এই ৬টি গ্রামের অস্বচ্ছল দুস্থ ও গরীর ২ হাজার নারী-পুরুষের মাঝে শাড়ি, লঙ্গী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
তিনি উপজেলার রাজনগর গ্রামের কৃতি সন্তান ও রোকেয়া এ্যাগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকিম মো. হযরত আলী (বাচ্চু মিয়া)।
রোববার (০৭ এপ্রিল) সকালে রোকেয়া এ্যাগ্রো ফার্মের এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকিম মো. হযরত আলী (বাচ্চু মিয়া)”র ঐ সমস্ত ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন । এ সময় উপস্থিত ছিলে মো. মণির ,পলাশ, আশিক, এনামুল ও সাংবাদিক আশিকুর রহমানসহ প্রমুখ।
রোকেয়া এগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকিম মো. হযরত আলী(বাচ্চু মিয়া) বলেছেন, আমার জন্ম ও বড় হওয়া হাওরের জেলা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের কাদাঁ মাটিতে। তাই প্রতিটি ঈদের সময় আমার এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে সাধ্যমতো কিছুটা ঈদসামগ্রী উপহার দিতে চেষ্টা করি। তিনি সমাজের বিত্তবানদের ঐ সমস্ত অসহায় মানুষদেও পাশে দাঁড়ানোর আহবান জানান।
বাংলাবার্তা/এআর