ছবি : সংগৃহীত
নিজেদের প্রাণ বাঁচাতে মিয়ানমারের সেনারা বাংলাদেশে আশ্রয় নেওয়া অব্যাহত রয়েছে। নতুন করে ১২ জন আশ্রয় নেওয়ার পর ফের ৪৬ জন আশ্রয় নিয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা দিয়ে এই বিজিপি সদস্যরা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। এ নিয়ে গত তিন দিনে মিয়ানমার বিজিপির ৮০ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি বলছে, পার্শ্ববর্তী দেশটিতে নতুন করে সংঘর্ষ চলছে। এতে প্রাণ বাঁচাতে জান্তা বাহিনীর সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছেন। গতরাতেও (মঙ্গলবার) ৪৬ জন প্রবেশ করেন। বিজিবি তাদেরকে নিরস্ত্রীকরণ শেষে আশ্রয় দিয়েছে। বর্তমানে ২৬০ জন বিজিপি সদস্য বাংলাদশের আশ্রয়ে আছেন।
বাংলাবার্তা/এআর