ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের ছাতকে বাস ও সিএনজির সংঘর্ষে প্রাণ গলে ২ জনের। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার সুরমা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ছাতকের শিমুলতলা গ্রামের বাসিন্দা সংগীতশিল্পী পাগল হাসান (৩৩) ও ছাত্তার মিয়া (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে অটোরিকশাযোগে ছাতকে ফিরছিলেন সঙ্গীতশিল্পী পাগল হাসানসহ পাঁচ যাত্রী। তারা সুরমা সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি বাস সেতুতে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়।
এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান। বাকি তিনজনকে স্থানীয় উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বাংলাবার্তা/এআর