ছবি : সংগৃহীত
দেশে বইছে তীব্র তাপদাহ, এই পরিস্থিতিতে ভোলার চরফ্যাশনে পুকুরে ডুবে মারা গেল ভাই-বোন। শনিবার (২০ এপ্রিল) দুপুর ১টার দিকে শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের ভাসানচর গ্রামে এই ঘটনা ঘটে।
শশীভূষণ থানার কর্মকর্তা মু. এনামুল হক জানান, অপমৃত্যু হওয়ায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রসুলপুর ভাসানচর গ্রামের মো. রাসেল মিয়ার ৬ বছরের ছেলে মো. বায়েজিদ ও ৪ বছর বয়সী মেয়ে মারিয়া সুলতানা। বায়েজিদ ও মারিয়া আপন ভাই-বোন।
রসুলপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের অজান্তে বায়েজিদ ও মারিয়া বাড়ির পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানায় তারা পুকুরের ডুবে যায়। দুপুর ১টার দিকে পরিবারের লোকজন তাদের খুঁজতে গিয়ে পুকুরে তাদের জুতা ভাসতে দেখে।এরপর তিনি পুকুরের পানিতে নেমে তাদেরকে খুঁজতে থাকেন। একপর্যায়ে পুকুরে ঘাটলায় বায়েজিদ ও মারিয়ার ডুবন্ত মরদেহ দেখতে পায়।
বাংলাবার্তা/এআর