ছবি : সংগৃহীত
গত প্রায় এক সপ্তাহ ধরে দেশে বইছে তীব্র তাপদাহ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কমার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রোববার (২১ এপ্রিল) বিকাল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ।
এর আগে গতকাল শনিবার (২০ এপ্রিল) চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বাংলাবার্তাকে বলেন, আজ বিকাল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এপ্রিল মাসজুড়ে দাবদাহ থাকতে পারে।
বাংলাবার্তা/এআর