ছবি : সংগৃহীত
গাজীপুরের রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের মহাসড়কের পাশ থেকে এক হাতীর মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ২নং গেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে হাতীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যান বনবিভাগের কর্মকর্তারা।
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম বলেন, মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে ভাওয়াল জাতীয় উদ্যানের কর্মকর্তা-কর্মচারীরা মহাসড়কের পাশে হাতীর মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের বিষয়টি জানান। তাৎক্ষনিক ভাবে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।
পরে পুলিশে খবর দেয়া হয়েছে। ঘটনাস্থলে এসে দেখতে পাই, মৃত হাতীর মাথায় মধ্যে ক্ষত চিহ্ন আছে, দাঁতগুলো উঠিয়ে নিয়ে গেছে।
ইতিমধ্যে, পুলিশের একটি ফরেনসিক টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানা পুলিশ ও টুরিস্ট পুলিশের টিম ঘটনাস্থলে আছেন।
বাংলাবার্তা/এআর