ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের মৃত ব্যক্তিদের জাল মৃত্যু সনদ দেওয়ায় মামলা রুজু হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) সকালে গোয়েন্দা মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার এ তথ্য জানান।
জান যায় তার বিরুদ্ধে মানবপাচার ও অবৈধভাবে আটক রাখার অভিযোগে আরও দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মানস কুমার পোদ্দার বলেন, মিল্টন সমাদ্দার তার আশ্রমে মৃত ব্যক্তিদের মৃত্যু সনদ জাল করে তৈরি করতেন। এক্ষেত্রে তিনি চিকিৎসকের স্বাক্ষর ও সিল জাল করতেন। এ অভিযোগে তার বিরুদ্ধে জাল জালিয়াতির ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা রুজু হয়েছে।
আজকেই মিল্টনকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান ডিসি মানস কুমার।
এর আগে বুধবার (১ মে) সন্ধ্যা ৭টায় রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বাংলাবার্তা/এআর