ছবি : সংগৃহীত
মাদারীপুরের রাজৈরে সড়ক মারা গেল দুইজন। আহত ৩ জন। শনিবার (০৪ মে) সকালে রাজৈর উপজেলার দাড়াদিয়া-শ্রীনদী সড়কের বাদরপাশা ইউনিয়নের কাঠালিয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে রাজৈর উপজেলার দাড়াদিয়া- শ্রীনদী সড়কে দ্রুত গতির একটি ট্রাক পিছন থেকে অটোরিক্সাকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থালেই দুইজন নিহত হয়।
নিহত ২ জন হলো: চরঘন্সি গ্রামের নবাব আলী মুন্সির ছেলে হোসেন মুন্সি (৬০) এবং একই গ্রামের লালমিয়া হাওলাদারের ছেলে ধলু হাওলাদার (৬৫)।
পরে স্থানীয়রা এসে মরদেহ উদ্ধার করে। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাজৈর থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাবার্তা/এআর