ছবি: বাংলাবার্তা
নাটোরে পৃথক তিন দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আহত ২ জন শ্রমিক। মঙ্গলবার (০৭ মে) সকাল থেকে দুপুরের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে শহরতলীর ফুলতলা এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে সকাল ১০টার দিকে সিংড়া উপজেলার চলনবিলের চৌরগাড়ি মাঠে ধান বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে আরমান আলী (১৫) নামে এক কিশোর নিহত ও দুই কৃষি শ্রমিক আহত হয়।
অন্যদিকে সোমবার (০৬ মে) দিনগত রাতে জেলার গুরুদাসপুরে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় বাদল হোসেন প্রামাণিক (৩০) নামে অপর এক ট্রাক্টরের চালক নিহত হয়েছেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ও গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাবার্তা/এআর