ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জে যমুনা নদীর ব্লকের মাঝখানে জমে থাকা পানি থেকে ২ ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ।
রোববার (১২ মে) দুপুরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। তারা এনায়েতপুরে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়।
মৃত শিশুরা হলোশাহজাদপুর থানার বেলতৈল ইউনয়িনের সাতবাড়য়িা গ্রামের রুবেলে হোসনেরে ছেলে আবু বক্কার (৪) ও তার খালাতো ভাই ইয়াসনি (৫)।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, শিশু দুটি তাদের মায়ের সাথে জালালপুর গ্রামে নানীর বাড়ীতে বেড়াতে আসেন। শনিবার সকালে দুজন যমুনা নদীর বাঁধ ও চর এলাকায় করাবস্থায় হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি ও মাইকিং করে না পেয়ে থানায় জিডি করেন।
পুলিশও খোঁজাখুজি করে তাদের সন্ধান পায় না। এ অবস্থায় রোববার সকালে যমুনার নদীর তীরে ব্লকের চারপাশে জমে থাকা পানির মধ্যে দুজনের মৃতদেহ মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়।
সংবাদ পেয়ে মরদেহ দুটির সুরুতহাল প্রতিবেদন শেষে উদ্ধার করা হয়েছে। তবে পানিতে পড়ে নাকি কেউ হত্যা করে ফেলে রেখেছে বিষয়টি ময়নাতদন্ত এবং তদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলেও তিনি জানিয়েছেন।
বাংলাবার্তা/এআর