ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লার ট্রেনে কাটা পড়ে মারা গেছে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তি। মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা ইমরাজ আহসান নামে স্থানীয় এক যুবক জানান, ঢাকা থেকে একটি ট্রেন নারায়ণগঞ্জ যাচ্ছিল। সেই ট্রেনটির ইঞ্জিনের সামনের অংশে বসেছিলেন ওই ব্যক্তি। ফতুল্লার পাগলা রেলস্টেশনে পৌঁছালে ট্রেন থেকে নামার চেষ্টা করেন তিনি। এ সময় পড়ে গিয়ে ট্রেনের নিচে চলে যান। সঙ্গে সঙ্গে তার দুই পায়ের ওপর দিয়ে উঠে যায় ট্রেনের চাকা।
তিনি আরও জানান, ট্রেনের নিচে পড়ে তার দুই পা ক্ষত-বিক্ষত হয়ে যায়। আশপাশের কেউ তাকে হাসপাতালে নিচ্ছিল না। উপায় না পেয়ে তিনি তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, স্থানীয় এক যুবক ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এসেছেন। তার মাধ্যমে জানা গেছে, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাবার্তা/এআর