ছবি : সংগৃহীত
তীব্র তাপদাহে বগুড়ায় এক শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের বেশির ভাগ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
রোববার (১৯ মে) দুপুরে বগুড়ার সদরে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।
বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল মামুন সরদার বলেন, দুপুরে টিফিন চলাকালে ষষ্ঠ শ্রেণির রুজাইফা নামের এক শিক্ষার্থী মাঠে খেলতে গিয়ে অসুস্থ বোধ করে। এরপর সে শ্রেণিকক্ষে ফিরে যায়। কিন্তু এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ফলে সে আরও অসুস্থ বোধ করলে তাকে অফিস কক্ষে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বিষয়টি অন্য শিক্ষার্থীদর মধ্যে ছড়িয়ে পড়লে একে একে তারাও অসুস্থবোধ করতে শুরু করে।
তিনি আরও বলেন, অধিকাংশ শিক্ষার্থীই জানায় তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তখন পরিচালনা পর্ষদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে তাদের মাধ্যমে অসুস্থ শিক্ষার্থীদের বাড়ি পাঠানো হয়। সেইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়।
বাংলাবার্তা/এআর