ছবি : সংগৃহীত
আসন্ন ফেনী সদর উপজেলা নির্বাচনের ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করতে আনসার ভিডিপির ২ সহস্রাধিক সদস্য বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মে) দিনব্যাপী জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের সামনে সদর উপজেলা আনসার ভিডিপির আয়োজনে সদস্য বাছাই কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫ আনসার ব্যাটালিয়ান ব্রাহ্মণবাড়িয়া পরিচালক এবং (অতিরিক্ত দায়িত্ব) আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট, মো: জানে আলম সুফিয়ান পিএএম।
এ সময় তিনি সদস্যদের উদ্দেশ্যে বলেন, ভোট কেন্দ্রে শান্তি শৃঙ্খলা ও বিভিন্ন ভুমিকা রাখার জন্য সকল সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
কারণ ভোট হচ্ছে প্রতিযোগিতার মাঠ। এখানে অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই যেকোন সময় অপ্রতিকার ঘটনা ঘটতে পারে। ভোট কেন্দ্রে অপ্রিতকর ঘটনা এড়াতে সতর্ক থাকতে হবে। পাশাপাশি আনসার ভিডিপির কোন সুনাম ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দাগনভূঞা আনসার ও ভিডিপি কর্মকর্তা রুহুল আমিন ভূঁইয়া, ছাগলনাইয়া আনসার ও বিডিপি কর্মকর্তা রিকতা রাণী হাজারী,সোনাগাজী আনসার ও ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা, পরশুরাম আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহেরা খাতুন, ফুলগাজী আনসার ও ভিডিপি কর্মকর্তা কামরুন নাহার মর্জিনা।এছাড়ও উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা প্রশিক্ষক ফজলুল হক, ছাগলনাইয়া উপজেলা প্রশিক্ষক মাসুদ পাভেজসহ বিভিন্ন উপজেলার প্রশিক্ষক - প্রশিক্ষিকা, আনসার ভিডিপি সদস্য ও ভাতা ভোগী সদস্যবৃন্দ।
সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: রেজাউল করিম জানান,আগামী ২৯ মে সদর উপজেলা পরিষদের নির্বাচনে মোট ১৪০টি ভোট কেন্দ্রের জন্য ২ হাজার ৫৭ জন সদস্য বাছাই করা হয়েছে। তন্মধ্যে পুরুষ ১ হাজার ২১ জন এবং ৬১৬ জন মহিলা সদস্য রয়েছে।
এছাড়াও ভোটের মাঠে অস্ত্রধারী ৪২০ জন থাকবে। প্রতিটি কেন্দ্রে পিসি এপিসিসহ ৩জন সদস্য থাকবে।
বাংলাবার্তা/এআর