ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাত্তা দেন না বলে কটাক্ষ করে এক জনসভায় মন্তব্য করেছেন পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগ নেতা জরিফউদ্দীন মাস্টার।
গত বৃহস্পতিবার (০২ মে) ধুলাউড়ি ইউনিয়নের স্থানীয় এক জনসভায় তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে জরিফউদ্দীন মাস্টার বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনও বুঝি না এবং পাত্তাও দেই না।
এসময় তিনি একই জনসভায় এমপির বিষয়ে কটাক্ষ করে আরও বলেন, আমি যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাত্তা দেই না তেমনি এমপির সমর্থন কেউ পাত্তা দেই না।
তার এই বক্তব্যের পর স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের বিভিন্ন নেতারা এই বক্তব্যের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন। তাদের দাবি, অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিধি অনুযায়ী জরিফউদ্দীন মাস্টারকে সংগঠন থেকে বহিস্কার করতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবলীগ নেতা বলেন, যে প্রধানমন্ত্রীকে মানে না তাকে আমরাও আওয়ামী লীগের নেতা হিসেবে মানি না। যিনি বঙ্গবন্ধুর কন্যাকে কটাক্ষ করে কথা বলেন তাদের আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে আশা করেন তিনি।
এদিকে এই বক্তব্যের জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতারা দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেন, জরিফউদ্দীন মাস্টারের এমন বক্তব্যের জন্য অতিদ্রুত দল থেকে বহিস্কার করে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বাংলাবার্তা/এআর