ছবি : সংগৃহীত
’ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’এ স্লোগানে আগামী ১ জুন সারাদেশের ন্যায় ফেনীতে ২ লাখ ৫৬ হাজার ২০৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ৩৭১ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ৮৩৮ লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
মঙ্গলবার (২৮ মে) সকালে ফেনীর সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. মো. শিহাব উদ্দিন বলেন, ফেনীতে কোন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এখন পর্যন্ত লাইসেন্স বিহীন নেই। যদি এ ধরনের তথ্য পান আমাকে অবহিত করার জন্য অনুরোধ জানান তিনি।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার খাতিজা আহমেদ, মিনহাজুল ইসলাম, ডা. রাশেদুল হাসানপ্রমুখ উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইমাম হোসেন ইমু জানান, জেলার ৬টি উপজেলার ৪২টি ইউনিয়নে ও ৫টি পৌরসভায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খাওয়ানোর জন্য ১ হাজার ১৩০টি অস্থায়ী কেন্দ্র ও ৮টি স্থায়ী কেন্দ্র এবং ভ্রাম্যমাণ ৪টি সহ মোট ১ হাজার ১৪২টি কেন্দ্র থাকবে। এ জন্য জেলায় স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, বেসরকারি স্বেচ্ছাসেবকসহ ২ হাজার ৭৪১ জন কর্মী নিয়োজিত থাকবেন।
বাংলাবার্তা/এআর