ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে প্রায় ২০টি গ্রাম লণ্ডভণ্ড হয়েছে। এ সময় ২ নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০১ জুন) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
সকালে মাত্র ১২ মিনিটের কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ২ ইউনিয়নসহ, পাড়িয়া, তিলকড়া, শালডাঙ্গা, বঙ্গভিটা, লোহাড়া, বামুনিয়া, বড়বাড়ী ও ০৮টি গ্রামে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝড়ে এ এলাকায় বেশিরভাগ বাড়ির টিনের চালা উড়ে গেছে। গাছ ভেঙে পড়ে শতাধিক ঘরবাড়ি ও দোকানপাটের ক্ষতি হয়েছে।
নিহতরা হলো: উপজেলার পাড়িয়া ইউনিয়নের শালডাঙ্গা গ্রামের পইনুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম (৪০), একই গ্রামের দবিরুল ইসলামের স্ত্রী জাহেদা বেগম (৫০) এবং একই উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর নয়াপাড়া গ্রামের নাজমুল ইসলামের আড়াই বছরের ছেলে নাঈয়ুম।
বাংলাবার্তা/এআর