ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌথ অভিযান পরিচালনা করে নকল ব্যান্ডরোলসহ ১৭ লাখ ২ হাজার ৫৭৫ টাকার সিগারেট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (০৪ জুন) এই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ পরিচালক আয়শা সিদ্দিকা।
গত রোববার (০২ জুন) সকাল ১০টার দিকে সীতাকুণ্ডের সন্দীপ ঘাট এলাকায় হেরিটেজ টোব্যাকো লিমিটেডের গোডাউন থেকে এই সিগারেট জব্দ করা হয়।
জানা যায়, চট্টগ্রামের এনএসআইয়ের গোপন তথ্যের উপর ভিত্তি করে এ অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের এনএসআই এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা।
যৌথ অভিযানে দুটি ব্র্যান্ডের ১০ শলাকার ৩ লাখ ৬৯ হাজার ৯৫০ সিগারেট ও ২০ শলাকার ৮ হাজার ৪০০ সিগারেটসহ মোট ৩ লাখ ৭৮ হাজার ৩৫০ সিগারেট জব্দ করা হয়।
বর্তমানে আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ২ হাজার ৫৭৫ টাকা। এতে রাজস্ব ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে ১২ লাখ ৪২ হাজার ৮৮০ টাকা।
সূত্র জানায়, অনিয়মের অভিযোগে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।
বাংলাবার্তা/এআর