ছবি : সংগৃহীত
ফেনীর সোনাগাজীতে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
সোমবার (১০ জুন) সকালে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের আকিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মাছ চাষী খুরশিদ আলম জানান, প্রায় ১৫ বছর ধরে ইজারা নিয়ে এই পুকুরে মাছ চাষ করে আসছি। হঠাৎ করে আজ সকালে পুকুর পাড়ে গিয়ে দেখি পানিতে মাছ মরে ভেসে উঠেছে। কিন্তু কেবা কারা শত্রুতা করে পুকুরে কিটনাশক জাতীয় কোনো পদার্থ মিশিয়ে তা প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে। এতে আমার প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এটি আমার শেষ ভরসা ছিলো। তারা আমাকে নিঃস্ব করে দিয়েছে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদীপ রায় পলাশ জানান, ঘটনাটি জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বাংলাবার্তা/এআর