ছবি : সংগৃহীত
আগামী ১৭ জুন দেশে কোরবানির ঈদ পালিত হবে। এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ, আর এই কারণে ঢাকার বাইয়ের বিভিন্ন সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৪ জুন) সকাল থেকেই যানবাহনের ধীরগতি দেখা গেছে। তবে দুপুরের দিকে গাড়ির চাপ আরও বেড়ে যাওয়ার প্রায় ৩০ কিলোমিটার সড়কজুড়ে এক মহাযানজটের তৈরি হয়েছে।
ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে সকাল ৮ টার সময় রওনা হয়ে ৭ ঘন্টারও বেশি সময় পর কালিহাতী উপজেলার এলেঙ্গা-ভূঞাপুর লিংক রোডে পৌছেছেন লালমনিরহাটের আমেনা আক্তার। বাড়ি পৌঁছাতে কতক্ষণ লাগবে সেই অনিশ্চয়তা ফুটে উঠেছে তার চোখে-মুখে। তার অভিযোগ, রাস্তায় পানিসহ সব ধরণের খাবারের দাম কয়েকগুন বেশি রাখা হচ্ছে।
বাংলাবার্তা/এআর