ছবি : সংগৃহীত
প্রতিবেশী দেশ ভারতে ভারী বৃষ্টিপাত ও সিলেটে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় ২য় ধাপে বাড়তে শুরু করেছে সিলেট-সুনামগঞ্জের নদ-নদীর পানি। এর ফলে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। নিম্নাঞ্চলে পানি ডুকে অনেক এলাকা ডুবে গেছে।
সোমবার (০১ জুলাই) সকালে সিলেট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গত ২৪ ঘণ্টায় কুশিয়ারা নদীর পানি সামান্য কমলেও বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা। দুই দফা বন্যার রেশ কাটতে না কাটতেই ফের বন্যার কবলে পড়তে যাচ্ছেন সিলেট ও সুনামগঞ্জের বাসিন্দারা।
এদিকে পাহাড়ি ঢলের পানিতে যাদুকাটা নদী হয়ে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুরের একটি অংশ প্লাবিত করেছে।
গত রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৯ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিন্তু আজ সকালে বৃষ্টিপাত আরও বেড়েছে।
সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে।
বাংলাবার্তা/এআর