ছবি : সংগৃহীত
সারাদেশের ন্যায় ফেনীতেও কোটা প্রথা বাতিলের দাবিতে সমাবেশ, বিক্ষোভ ও সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
শনিবার (০৬ জুলাই) দুপুরে দিকে শহরের ট্রাংক রোড জিরো পয়েন্ট সংলগ্নে শহীদ মিনারের সামনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শিক্ষার্থীরা বলেন, ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল এবং সকল গ্রেডের কোটা সংস্কার করতে হবে। এ সময় তারা বলেন, মুক্তিযোদ্ধারা এ দেশকে স্বাধীন করেছে। সেক্ষেত্রে তাদেরকে সকল শ্রেণি পেশার মানুষের শ্রদ্ধা করেন। তাই মুক্তিযোদ্ধা কোটা ও যেসব কোটা রয়েছে তারা তাদের মেধা দিয়ে সরকারি চাকরি পেতে হবে। আমরা সে প্রত্যাশা করি। তাহলে একজন মেধাবী ছাত্র তার যোগ্যতা দিয়ে চাকরিটা নির্ভেজাল পাওয়ার সুযোগ পাবেন। এতে দেশ ও জাতি সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে।
শিক্ষার্থীরা জানান, বৈষম্য বিরোধী সরকারি চাকরিতে কোটা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানজিমুল ইসলাম নিশাত, ফেনী সরকারি কলেজ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী আবদুল আজিজ প্রমূখ। এছাড়াও আন্দলোনে যোগ দেন সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
বাংলাবার্তা/এআর