ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের ধর্মপাশায় অন্তঃসত্ত্বা বউকে বাঁচাতে গিয়ে হাওরের পানিতে ডুবে বউ-শাশুড়ি দুই জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের জানিয়ারচর গ্রাম সংলগ্ন মগড়ার হাওরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, জানিয়ারচর গ্রামের ফিরুজ আলীর স্ত্রী রেজিয়া খাতুন (৪৫) ও আব্দুল হকের স্ত্রী পিপাসা আক্তার (২০)।
ধর্মপাশা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো.নেকচাঁন মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নেকচাঁন মিয়া জানান, উপজেলার জানিয়ারচর গ্রামের আব্দুল হকের ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী দুপুরে বাড়ির পাশের মগড়ার হাওরের পানিতে নেমে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তলিয়ে যায়। বিষয়টি জানার পর শাশুড়ি তার অন্তঃসত্ত্বা পত্রবধূকে বাঁচাতে সেখানে ঝাঁপ দিয়ে তিনিও ডুবে যান। পরে বাড়ির লোকজন ঘটনাস্থলে অনেক খোঁজাখুঁজির পর ওইদিন বিকাল সাড়ে ৩ টার দিকে দুইজনকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন, এমন একটি মর্মান্তিক দুর্ঘটনার খরর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পাশাপাশি এ বিষয়ে থানায় আইনগতভাবে যা করার প্রয়োজন সেসব কাজ করা হচ্ছে।
বাংলাবার্তা/এআর