ছবি : সংগৃহীত
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এক নাগরিকের কাছ থেকে প্রায় ৪০ কোটি টাকার কোকেন জব্দ করা হয়েছে। যৌথ অভিযানটি পরিচালনা করে বিমানবন্দর এপিবিএন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,এনএসআই ও কাস্টমস।
সোমবার (১৫ জুলাই) সকালে বাংলাবার্তাকে চট্টগ্রাম বিমানবন্দরের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানা যায়, কোকেন বহনকারী নারী বাহমার নাগরিক। তিনি ১২ জুলাই ব্রাজিল থেকে দুবাই আসেন। এরপর তিনি দুবাই হয়ে চট্টগ্রাম আসেন। পরে চট্টগ্রাম বিমানবন্দরে আসার পর তিনি লস্ট এন্ড ফান্ডে অভিযোগ জানান তার লাগেজটি আসেনি। অতপর তিনি সোমবার তার লাগেজটি নিতে শাহ আমানত বিমানবন্দরে আসেন।
আরও জানা যায়, সকালে লাগেজটি নিতে আসার পর তিনি লাগেজটি বুঝে নেন। অতপর কাস্টমসের গ্রিন চ্যানেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অস্বীকার করেন। এক পর্যায়ে যাত্রীর লাগেজের ভেতরে থাকা ইউপিএস এর ভেতরে লুকানো বিশেষ কায়দায় প্রায় ৪ কেজি কোকেন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কোকেনের বাজার মূল্য প্রায় ৪০ কোটি টাকা।
বাংলাবার্তা/এআর/এসজে