ছবি : সংগৃহীত
রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রের। শুক্রবার (২৬ জুলাই) দুপুরে তবলছড়ি-আসামবস্তি সড়কের পাশে কাপ্তাই হ্রদে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২ জন হলো: রাঙ্গামাটির শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র অর্ণব চৌধুরী (১৫) ও রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের একই শ্রেণির এডিশন সাহা (১৬)।
এ ঘটনায় তাদের আরেক বন্ধু আহত হয়েছে। তার নাম শিবম দাশ গুপ্ত (১৪)। সে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে। তারা সবাই শহরের মাস্টার কলোনির বাসিন্দা।
এলাকাবাসী জানায়, তিন বন্ধু দুপুরে কাপ্তাই হ্রদে গোসল করতে নামে। এমন সময় লাইফ জ্যাকেটের মতো কিছু একটা নিয়ে দুই বন্ধু ঘাট থেকে দূরে চলে যায়। পরে সেটি হাত থেকে সরে গেলে দুজনই ডুবে যায়। আরেক বন্ধু সাহায্য করতে গেলে সেও ডুবে যায়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন হ্রদ থেকে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা শওকত আকবর খান বলেন, তিন ছাত্রকে দুপুরে হাসপাতালে আনা হয়। তিনজনের মধ্যে দুজনই হাসপাতালে পৌঁছার আগে মারা যায়। একজনের অবস্থা আশঙ্কাজনক। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাবার্তা/এআর