ছবি : সংগৃহীত
মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আরাফাত (১৫) ও বাঁধন (১৬) নামের দুই বন্ধুর প্রাণ গেছে। এ সময় অপর বন্ধু রমজান (১৭) গুরুতর আহত হয়েছে।
শনিবার (০৩ আগস্ট) বেলা ১১টার দিকে মাগুরা শহরের পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত জেলা সদরের জগদল ইউনিয়নের শ্যাওলাডাঙ্গা গ্রামের ফিরোজ আলমের ছেলে। এছাড়া নিহত বাঁধন একই ইউনিয়নের ছনপুর গ্রামের মন্নু মিয়ার ছেলে। আহত রমজান পৌর এলাক বরুনাতৈল গ্রামের দুর্লভের ছেলে।
স্থানীয় হাসপাতাল সূত্রে জানা যায়, রমজান আরাফাত ও বাঁধন নামে তিন বন্ধু একটি আর ওয়ান ফাইভ মোটরসাইকেল চালিয়ে রামনগরের দিকে যাওয়ার পথে শহরের পারনান্দুয়ালী এলাকায় অবস্থিত বাস টার্মিনালের সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসে। সেখানে আরাফাতের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য বাঁধনকে ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মাগুরা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গৌতম চন্দ্র মণ্ডল বলেন, অল্প বয়সী তিন কিশোর মোটরসাইকেল নিয়ে রামনগর মুখে যাওয়ার পথে রং সাইডে গিয়ে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজনের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা গুরুতর। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাবার্তা/এআর