ছবি : সংগৃহীত
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইয়ের শারজাহ থেকে আসা যাত্রী হুসাইন আহমদের লাগেজে মিলল প্রায় ১৬ কেজি তথা ১০৫ পিস সোনার বার।
বুধবার ( ২৮ আগস্ট) বিকালে বাংলাবার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আঞ্চলিক কার্যালয়ের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারি পরিচালক আবদুল মান্নান মজুমদার।
তিনি জানান, আজ দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৫২ ফ্লাইটের যাত্রীকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় তার কিছু আছে কিনা? কিন্তু তিনি অস্বীকার করেন। এরপর যাত্রীর লাগেজ স্ক্যানিং করে লাগেজের মধ্যে ৩টি কফি মেশিনের ভেতর ১০৫ পিস সোনার বার ও ৪টি গোল রিং উদ্ধার করা হয়। যার ওজন ১৫ কেজি ৯১০ গ্রাম সোনার অস্তিত্ব পাওয়া যায়। এ সময় অভিযুক্ত যাত্রীকে আটক করা হয়। এই সোনার বারের বাজার মূল্য ১৬ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ১২৭ টাকা।
শুল্ক গোয়েন্দার সহকারি পরিচালক আরও জানান, এ সময় হুসাইন আহমদ নামে এক যাত্রীকে আটক করা হয়। সে সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোমরাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে। বিমানবন্দরে জাতীয় গোয়েন্দা সংস্থা ও শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যৌথ অভিযান পরিচালনায় এই সোনারবার জব্দ করা হয়।
বাংলাবার্তা/এসজে