পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে ছমির-হালিমা ট্রাস্টের কম্বল বিতরণ
কিশোরগঞ্জ: "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৩০০ মুক্তিযোদ্ধাসহ ১০ হাজার শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছমির-হালিমা ট্রাস্ট। উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নে এ ট্রাস্টের পক্ষ থেকে দশ হাজার কম্বল বিতরণ করছে।
রোববার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী -পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০০ মুক্তিযোদ্ধাদের হাতে শীতবস্ত্র বিতরণ করেন। পরে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার ১২০০ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এসময় ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা শিল্পপতি আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে সাবেক কমান্ডার মিজবাহ উদ্দীন, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক আফসার উদ্দিন মানিক, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক নাজমুল হক দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ৮ জানুয়ারি উপজেলার নারান্দী ইউনিয়নের সনমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণে উদ্বোধন করা হয়। পর্যাক্রমে উপজেলার ৯টি ইউনিয়নে কম্বল বিতরণ করে ছমির-হালিমা ট্রাস্ট।
ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ বলেন, আমার মা-বাবার নামে এ ট্রাস্ট্র প্রতিষ্ঠাতা করেছি। কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ মহোদয়ে নির্দেশে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি। উপজেলা ৯ ইউনিয়ন ও ১টি পৌর সভার ১০ হাজার মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হবে। ট্রাস্ট্রের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে একটি করে গণকবরস্থান করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও ২০০ শয্যা বিশিষ্ট একটি বৃদ্ধাশ্রম করা হবে। যেখানে ১০০ নারী ও ১০০ পুরুষের জন্য ব্যবস্থা থাকবে।