ছবি : সংগৃহীত
মেঘের রাজ্য সাজেক ও খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণে বাধা কেটে গেছে। এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে খাগড়াছড়ি-সাজেকের পর্যটন কেন্দ্রেগুলো খুলে দেওয়া হয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বরের ১৯ ও ২০ তারিখে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতা হয়। এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর থেকে সাজেক ভ্রমণে কয়েক দফায় নিরুৎসাহিত করে রাঙামাটি জেলা প্রশাসন। পরে ৮ অক্টোবর খাগড়াছড়িসহ ৩ পার্বত্য জেলার পর্যটন কেন্দ্রে ভ্রমণ থেকে বিরত থাকতে বলে প্রশাসন। এতে খাগড়াছড়ি-সাজেকে পর্যটক প্রবেশ বন্ধ হয়ে যায়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
ইউএনও শিরিন আক্তার বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই পর্যটকদের জন্য সাজেক ভ্রমণ উন্মুক্ত করা হয়েছে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, আজ (মঙ্গলবার) থেকে জেলার সকল পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।
বাংলাবার্তা/এমআর