ছবি : সংগৃহীত
ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। আজ শুক্রবার (১৫ নভেম্বর) ভোররাত থেকেই এই অবস্থা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বেড়েছে শীত।
এদিন সকাল আটটার ২টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে। ওই সময় উড়োজাহাজের যাত্রীরা রানওয়েতে দাঁড়িয়ে অপেক্ষায় করেন।
ভোররাত থেকেই জনপদ কুয়াশায় ঢেকে যায় বলে জানান সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হাকিম। তিনি বলেন, আজ সকালে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
উড়োজাহাজ ওঠানামার জন্য অন্তত ২০০০ মিটার ভিজিবিলিটি বা দৃষ্টিসীমা থাকা আবশ্যক। কিন্তু মাত্র ৫০ মিটার ভিজিবিলিটি বা দৃষ্টিসীমা আছে। তাই উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, সকালের ফ্লাইট বাতিল হয়নি। শিডিউল বিপর্যয় ঘটে। আকাশ পরিষ্কার হলে বিমান ওঠানামা স্বাভাবিক হবে।
বাংলাবার্তা/এমআর