প্রতীকি ছবি
খুলনা নগরীর আড়ংঘাটা বাইপাস সড়কে প্রশাসনের পরিচয়ে স্বামীর চোখ বেঁধে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় চারজনকে আটক করেছে র্যাব-৬। বুধবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব আসামিদের আড়ংঘাটা থানায় হস্তান্তর করেছে।
র্যাব আসামিদের কাছ থেকে মোবাইল উদ্ধার করেছে। সেখানে ধর্ষণের আপত্তিকর ভিডিও পাওয়া গেছে। আটককৃতরা হলেন- আড়ংঘাটা এলাকার বেলাল মোড়ল, দৌলতপুর এলাকার আজিজুর রহমান মিঠু, দিঘলিয়া এলাকার জিহাদ মুন্সী এবং আড়ংঘাটার রাসেল। আটকদের মধ্যে ইজিবাইক চালক ও কলেজের শিক্ষার্থীও রয়েছে।
র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মোশতাক আহমদ বলেন, নগরীর আড়ংঘাটা বাজার এলাকায় ভিকটিম স্বামীসহ গত ১৩ ডিসেম্বর মঙ্গলবার ঘুরতে যান। ওই দিন সন্ধ্যায় ঘোরাফেরা শেষে ভিকটিম ও তার স্বামী বাইপাস মোড় থেকে আড়ংঘাটা বাজারে যাওয়ার সময় ৪ ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের থামায়। তখন আসামিরা ভয়ভীতি প্রদর্শন করে ভিকটিমের স্বামীর চোখ বেঁধে একটি স্থানে আটকে রাখে এবং ভিকটিমকে একটি বাসার ছাদে নিয়ে রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত গণধর্ষণ করে।
ধর্ষণের সময় আসামিরা মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে এবং ধর্ষণের ঘটনাটি কোথাও জানালে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। পরবর্তীতে গভীর রাতে আসামিরা ভিকটিমকে রাস্তায় ছেড়ে দেয়। ভিকটিম বিষয়টি তার স্বামীকে জানান।
ভিকটিমকে অসুস্থ অবস্থায় ওই রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে কেএমপি খুলনার আড়ংঘাটা থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। বিষয়টি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকে র্যাব-৬ (স্পেশাল কোম্পানি)-এর একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতার করে।