ছবি : সংগৃহীত
টানা ২৩ দিন বন্ধ থাকার পর শ্রমিকদের যোগদানের মাধ্যমে প্রাণচঞ্চলতা ফিরেছে গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস কারখানায়।
আজ শনিবার (১৬ নভেম্বর) সকালে মহানগরীর মোগরখাল এলাকার কারখানাটি খুলে দেওয়া হলে শ্রমিকরা এক যোগে প্রবেশ করেন। তারা নির্দিষ্ট সময়েই কাজ শুরু করেছেন। এছাড়াও জেলার অন্য কারখানাগুলোর পরিবেশ স্বাভাবিক রয়েছে।
বেতন ও ভাতা নিয়ে শ্রমিকদের অসন্তোষের কারণে টিএনজেড কারখানা বন্ধ ছিল। ওই কারখানা কর্তৃপক্ষের ও শ্রম মন্ত্রণালয়ের দেওয়া কথা অনুযায়ী গত ১৪ নভেম্বর সন্ধ্যায় সকল শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানান, গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেড গ্রুপের পাঁচটি কারখানা আছে। এসব কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কয়েক দফায় শ্রমিক আন্দোলন এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সর্বশেষ বেতনের দাবিতে গত ৯ নভেম্বর সকাল নয়টা থেকে গত ১১ নভেম্বর রাত ১০টা পর্যন্ত টানা তিনদিন বেতন ভাতার দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। গত বৃহস্পতিবার বেতন পরিশোধের পর কারখানা সামনে নোটিশ টানিয়ে দেওয়া হয় যে আজ থেকে কারখানা খোলা থাকবে। সেই নির্দেশনা অনুযায়ী শ্রমিকরা যথারীতি সকাল থেকে কাজে যোগ দেন।
বাংলাবার্তা/এমআর