ছবি : সংগৃহীত
কুড়িগ্রাম জনপথে বেড়েছে কুয়াশা ও শীতের তীব্রতা। এই বিস্তীর্ণ জনপদ মধ্যরাত থেকে পরের দিন সকাল নয়টা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে। এই সময় বৃষ্টির মতো ঝরে কুয়াশা।
আজ রবিবার (১৭ নভেম্বর) সকাল সাতটায় কুড়িগ্রামে সর্বনিম্ন ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
দেখা গেছে, ঘন কুয়াশার কারণে যানবাহন দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করছে। কুয়াশার সাথে ঠান্ডার তীব্রতা বেড়ে যাওয়ায় দিনমজুর ও খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছে। ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বৃদ্ধিতে সময় মতো কাজে যেতে পারছেন না অনেকে।
কুড়িগ্রাম পৌর শহরের মোস্তফা বলেন, কয়েকদিন থেকে প্রচুর কুয়াশা পড়ছে। সঙ্গে ঠান্ডাও অনেক অনুভূত হচ্ছে। এখনই যে কুয়াশা দেখছি, আরওতো দিন আছে।
দিনমজুর আসতাব আলী বলেন, গতকালের চেয়ে আজ একটু কুয়াশা কম। তারপরও সকালে কুয়াশার কারণে রাস্তা দেখা যায় না। আমরা যারা দিন এনে দিন খাই, তাদের খুব সমস্যা হয়েছে।
বাংলাবার্তা/এমআর