ছবি : সংগৃহীত
পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী মারা গেছেন।
আজ শনিবার (২৩ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলায় তেলিহাটি ইউনিয়নে উদয়খালী গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলেন- মোস্তাকিম রহমান মাহিন (২২), মোজাম্মেল হোসেন নাঈম (২৪) জোবায়ের আলম সাকিব (২২)।
নিহতরা ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয় এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
জানা গেছে, আজ সকালে গাজীপুর মহানগরীর বোর্ড বাজার থেকে ওই বিভাগের ৪৬০ শিক্ষার্থী বিআরটিসির বাসে তেলিহাটি ইউনিয়নে মাটির মায়া ইকো রিসোর্টে পৌঁছান। বিআরটিসির ডাবল ডেকারের ছয়টি, তিনটি মাইক্রোবাস নিয়ে যান তারা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে আঞ্চলিক সড়ক দিয়ে রিসোর্টের দিকে যাওয়ার সময় বিআরটিসির ডাবল ডেকার একটি বাস বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। এ সময় বাস বিদ্যুতায়িত হয়; কয়েকজন শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করা হয়।
মেডিকেলের উপ-পরিচালক মো. জাকিউল ইসলাম বলেন, তিন শিক্ষার্থীকেই মৃত অবস্থায় এখানে আনা হয়েছে। তাদের হাসপাতালে আনার পথেই মারা গেছেন।
এছাড়া, এই ঘটনায় অনেকে আহত হয়েছেন। তাদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে।