ছবি : সংগৃহীত
অবশেষে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে লেবাননের শান্তিকামী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর যুদ্ধবিরতি শুরু হলো। অবশ্য এর আগেই বর্বরোচিত হামলায় হাজার হাজার শিশু-নারী-মানুষের প্রাণ কেড়ে নিয়েছে দখলদার ইহুদি রাষ্ট্রটি।
প্রায় ১৪ মাস পর নিরিহ মানুষের উপর ইসরায়েলি হামলা থেমেছে আজ বুধবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল আটটায়। খবর টাইমস অব ইসরায়েল।
যুদ্ধবিরতি চুক্তি মতে, ‘আগামী ৬০ দিনের অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা ফিরিয়ে আনবে। একইস্থলে লেবানন সরকার ৫ হাজার সেনা সদস্য পাঠাবে। লিটানি নদীর দক্ষিণে তারা অবস্থান নেবেন। এর মধ্যে থাকছে ইসরায়েল-লেবানন সীমান্তের ৩৩টি চৌকি। হিজবুল্লাহর সদস্যরা দক্ষিণ লেবানন ছেড়ে যাবে এবং সেখান থেকে তাদের সব সামরিক অবকাঠামো সরিয়ে ফেলা হবে।
যুক্তরাষ্ট্র মূল চুক্তির পাশাপাশি আলাদা করে একটি চিঠি যুক্ত করেছে। সেখানে বলা হয়েছে, হিজবুল্লাহ যুদ্ধবিরতির কোনো শর্ত ভঙ্গ করলে ইসরায়েলের পাল্টা জবাব দেওয়ার অধিকার রয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস। সেদিনই এই হামলার পাল্টা জবাব দেয় ইসরায়েল, যার মাধ্যমে গাজার যুদ্ধের সূত্রপাত ঘটে।
বাংলাবার্তা/এমআর