ছবি : সংগৃহীত
রাজধানীর লালবাগ ও যাত্রাবাড়ী থানায় দায়ের আলাদা হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার (২৭ নভেম্বর) এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
অপরদিকে, লালবাগ ও চকবাজার থানায় দায়ের হত্যা মামলায় হাজী সেলিমের জ্যেষ্ঠ পুত্র ও ঢাকা-৭ আসনের সাবেক এমপি সোলায়মান সেলিমকে ৭ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
এরই মধ্যে যাত্রাবাড়ী থানায় দায়ের হত্যা মামলায় আনিসুল হকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তিনি কয়েকটি মামলায় আগেও রিমান্ডে ছিলেন। আর সকালে কামরুল ইসলামের বিরুদ্ধে তদন্তকারী পুলিশ কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানির পর ৩ দিনের রিমান্ড দেন আদালত।
আর লালবাগ থানায় দায়ে হত্যা মামলায় ৪ দিনের এবং চকবাজার থানায় দায়ে হত্যা মামলায় সোলায়মান সেলিমের ৩ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। এর আগেও নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় ৮ দিনের পুলিশি জিজ্ঞাসাবাদে ছিলেন তিনি।
বাংলাবার্তা/এমআর