ছবি : সংগৃহীত
ব্যাংক থেকে ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার টাকা আত্মসাত করার মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি আদালত।
জেসমিনের করা জামিন আবেদন ৩ মাস পরে শুনানি করা হবে বলে আদেশ দিয়েছেন আদালত। আর এই সময়ের মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আপিল বিভাগ এই আদেশ দিয়েছেন।
জেসমিন ইসলামের পক্ষে আদালতে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন। এসময় দুর্নীতি দমন কমিশনের পক্ষে অ্যাড. আসিফ হাসান ছিলেন।
২০২২ সালেও জেসমিনকে এ মামলায় জামিন না মঞ্জুর করেছিলেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধেই আপিল বিভাগে আবেদন করেন তিনি।
একটি ভুয়া এলসির বিপরীতে হলমার্ক গ্রুপ জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাত করেন। হাইকোর্ট বিভাগ জেসমিনকে এই মামলায় ২০১৯ সালের মার্চে রুল মঞ্জুর করে জামিন দেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। একই বছরের ১৬ জুন আপিল বিভাগ তার জামিন বাতিল করে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।
বাংলাবার্তা/এমআর