ছবি : সংগৃহীত
উগ্রবাদী হিন্দুরে বিতর্কিত সংঘ ইসকনের বহিষ্কৃত নেতা ও বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে ছিল না কোনো আইনজীবী। একই সঙ্গে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেছেন। তাই পরবর্তী জামিন শুনানির জন্য আদালত আগামী বছরের ২ জানুয়ারি দিন ঠিক করেছেন।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এই আদেশ দেন।
চট্টগ্রাম আদালতের পিপি এনামুল হক বলেন, ‘আদালতে আজ ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষও মামলার শুনানির জন্য সময় চেয়েছেন।’
পিপি এনামুল জানান, ‘আদালত চিন্ময়ের জামিন শুনানির জন্য আগামী বছরের ২ জানুয়ারি দিন ঠিক করেছেন। যেহেতু শুনানিই হয়নি তাই আসামিপক্ষ থেকে উচ্চ আদালতে উঠার কোনো সুযোগ নেই। ফের দায়রা জজ আদালতে অপেক্ষমাণ থাকার কারণে ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন শুনানির সুযোগ নেই।’
বহিষ্কৃত চিন্ময়ের জামিন শুনানির দিন থাকায় আজ সকাল থেকেই চট্টগ্রাম আদালত পাড়ায় কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছিল। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য আদালত এলাকায় অবস্থান নেন। তবে চিন্ময়কে আজ আদালতে তোলা হয়নি। আইনজীবী সমিতির নেতা ও সাধারণ আইনজীবীদের একাংশকে সকালে আদালত প্রাঙ্গণে মিছিল করতে দেখা যায়।
গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহী মামলায় জামিন নাকচ করে চিন্ময় দাসকে কারাগারে পাঠানো হয়।
বাংলাবার্তা/এমআর