ছবি : সংগৃহীত
নরসিংদীতে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ শনিবার (৭ ডিসেম্বর) সকালে রায়পুরা উপজেলার মেথিকান্দায় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।
নিহত ব্যক্তিকরা হলেন- চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মানিক মিয়া (৫০) ও মোছা. কল্পনা (৩৫)। নিহত কল্পনা একই ইউনিয়নের সাবেক সদস্য। নিহত দুজন আবিদ হাসান রুবেলের পক্ষে সংঘর্ষে জড়ান।
জানা যায়, আজ ভোরে গোলাবারুদ ও দেশি অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। প্রতিপক্ষের হামলায় আবিদ হাসান রুবেলের সমর্থক ও চান্দেরকান্দি ইউনিয়নের মেম্বার মানিক মিয়া ও কল্পনা বেগম গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দুইজন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে। এই মুহূর্তে এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা আছেন।
বাংলাবার্তা/এমআর