ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরীর বন্দর থানার দলবেঁধে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া পলাতক আসামি ওবায়দুল হক প্রকাশ রাজু (৩২) ১ যুগ পর গ্রেফতার হয়েছে।
পতেঙ্গার খালপাড়ের মোস্তাফিজুর রহমান সেলিমের ছেলে ওবায়দুল হক রাজু (৩২)।
আজ বুধবার (১১ ডিসেম্বর) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দলবেঁধে ধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ওবায়দুল হক প্রকাশ রাজু নগরের বাকলিয়া থানার আহাদ কনভেনশন এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজু জিজ্ঞাসাবাদে জানিয়েছে, গ্রেফতার এড়াতে এক যুগ বছর চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল।
আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাবার্তা/এমআর