ছবি : সংগৃহীত
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা। এ জেলোয় সকাল ১০টা পর্যন্ত ঘনকুয়াশার চাদরে ঢাকা পড়ে থাকে। গভীর রাত থেকে ভোর পর্যন্ত বৃষ্টির মতো ঝরে কুয়াশা। শীতের তীব্রতায় ঘর থেকে বের হতে পারেন না মানুষ। এতে দুর্দশায় পড়েছেন খেটে খাওয়া মানুষ।
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল নয়টায় চুয়াডাঙ্গায় ১০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। চলতি শীত মৌসুমে এটিই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
গেল কয়েক দিন যাবৎ জেলায় সন্ধ্যার পরই হিমেল বাতাস বইতে শুরু করছে। পাশাপাশি থাকছে ঘন কুয়াশা। কয়েকদিনের মধ্যেই মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, শীতজনিত রোটা ভাইরাস ও আবহাওয়াজনিত কারণে আক্রান্ত হয়ে জেলার সদর হাসপাতালে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। এতে চিকিৎসক ও নার্সদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। গত ১ সপ্তাহে সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছে প্রায় ৩০০ এর অধিক ডায়রিয়া রোগী। এদের মধ্যে অধিকাংশই হলো শিশু ও বয়োবৃদ্ধ রোগী। এছাড়া প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের বহিঃবিভাগে চিকিৎসা নিচ্ছে প্রায় ৪০০-৫০০ শতাধিকেরও অধিক রোগী। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রকিব সাদী।
এদিকে, ঘনকুয়াশার চাদরে ঢাকা পড়েছে পথঘাট প্রকৃতি ও জনপদও সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। চরম বিপাকে পড়েছেন খেটে-খাওয়া ও নিম্নআয়ের শ্রমজীবী মানুষ।
বিভিন্ন এলাকায় দেখা যায়, সূর্য উঠেছে; আবার কুয়াশাও ঝরছে। বৃষ্টির ফোটার মতো শিশির ঝরছে। কৃষকরা অনেকটা বাধ্য হয়েই কাজে মাঠে নেমেছেন।
স্থানীয়রা জানান, ধীরে ধীরে বাড়ছে শীতের মাত্রা। সন্ধ্যার পর থেকেই শীত অনুভূত হচ্ছে। পরতে হচ্ছে গরম-কাপড়।
দেখা গেছে, ঘন কুয়াশার কারণে যানবাহন দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করছে। কুয়াশার সাথে ঠান্ডার তীব্রতা বেড়ে যাওয়ায় দিনমজুর ও খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছে। ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বৃদ্ধিতে সময় মতো কাজে যেতে পারছেন না অনেকে।
একজন বলেন, কয়েকদিন থেকে প্রচুর কুয়াশা পড়ছে। সঙ্গে ঠান্ডাও অনেক অনুভূত হচ্ছে। এখনই যে কুয়াশা দেখছি, আরওতো দিন আছে।
একজন দিনমজুর বলেন, গতকালের চেয়ে আজ কুয়াশা আরও বেশি। সকালে কুয়াশার কারণে রাস্তা দেখা যায় না। আমরা যারা দিন এনে দিন খাই, তাদের খুব সমস্যা হয়েছে।
দিনের বেলা তাপমাত্রা কোনোভাবে সহ্য করা গেলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হতে থাকে। এ সময় ঘন কুয়াশায় ঢাকা থাকে বিস্তীর্ণ এলাকা।
বাংলাবার্তা/এমআর