ছবি : সংগৃহীত
বছরের প্রথম দিনেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পঞ্চগড়। হিম বাতাস আর ঘন কুয়াশায় ‘হিমাঞ্চল; খ্যাত জনপথটিতে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে হতদরিদ্ররা চরম কষ্টে আছেন।
আজ (১ জানুয়ারি) সকাল নয়টায় পঞ্চগড় জেলায় ১১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এদিন ভোর ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। গত বছরের এই দিনে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস।
সকাল থেকেই বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশার আবরণে ঢাকা মাঠ-ঘাট। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। রাতভর বৃষ্টির মতো ঝরেছে শিশির। কনকনে শীতের সঙ্গে বরফের মতো ঠান্ডা বাতাসে কাবু করে তুলছে স্থানীয়দের।
স্থানীয়রা জানান, এই শীত মৌসুমে তারা দিনের তুলনায় রাতে বেশি শীত অনুভব করছেন। রাতের তাপমাত্রা মাইনাস জিরো ডিগ্রিতে নেমে যাওয়ার মতো অনুভূতি হচ্ছে। এ কারণে সন্ধ্যা ও ভোরে খড়কুটো জ্বালিয়ে শীত থেকে কিছুটা উষ্ণতা পাওয়ার চেষ্টা করছেন তারা। তবে, দিন-রাতের তাপমাত্রার পার্থক্যের কারণে জেলা ও উপজেলা হাসপাতালগুলোর বহির্বিভাগে সর্দি, জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের মতো রোগের আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বাংলাদেশের খবরকে বলেন, ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে এ জেলার প্রকৃতি। বুধবার সকাল নয়টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বছরের শেষ দিনে রেকর্ড হয়েছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাবার্তা/এমআর