
ছবি: সংগৃহীত
বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কাছে কলমতেজী টহল ফাঁড়ির কাছের বনে আগুন লাগার পর বন বিভাগ এবং স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সুন্দরবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি মোকাবেলা করতে আসলেও, পানি সরবরাহের জন্য বন বিভাগ বন বিভাগের নিজস্ব পাম্প ও পাইপ লাইনের মাধ্যমে পাশের ভোলা নদী থেকে পানি সরবরাহ করে। গতকাল রাত ৯টা থেকে আগুন নিয়ন্ত্রণে আনতে এ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আজ সকালে বন কর্মকর্তারা জানিয়েছেন যে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।
বনরক্ষী ও বন কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় শতাধিক স্বেচ্ছাসেবক রাতভর কাজ করেছেন। বন বিভাগের স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দেবনাথ জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যার দিকে চলে গেলেও, বন বিভাগ ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
এদিকে, অগ্নিকাণ্ডের কারণ ও পরবর্তী করণীয় বিষয়ে তদন্ত করতে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দ্বীপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এটি উল্লেখযোগ্য যে, শনিবার সকালে কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির কাছের বনে আগুন লাগে, তবে পানির উৎসের অভাবে শুরুতে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। পরে দুপুরে স্থানীয়দের সহায়তায় আগুন লাগার স্থান শনাক্ত করে নির্বাপণের চেষ্টা করা হয়। বিকেলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
বাংলাবার্তা/এমএইচ